যশোর অফিস: বেনাপোল বন্দরে ভারত থেকে আসা মোটরসাইকেল পার্টসের চালানে শুল্ক ফাঁকির ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ তিন মামলায় ১৪ লাখ ৫১ হাজার ৯১৮ টাকা জরিমানা আদায় করেছে।
সূত্রে জানা যায়, যশোরের সামিরা ট্রেডিং আমদানিকৃত চালানে ঘোষণার বাইরে ১,৭২১ কেজি পণ্য পাওয়া যায়। কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী জরিমানা ও বিমোচন ফি আদায় করা হয়।
এ ঘটনায় বিতর্কিত সিঅ্যান্ডএফ এজেন্ট ওভারসিস ট্রেডিং করপোরেশন জড়িত। প্রাথমিক পরীক্ষণে কারসাজি ও ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে রাজস্ব কর্মকর্তা মনিউর রহমানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্য ও শুল্ক ফাঁকিতে যোগসাজশেরও অভিযোগ রয়েছে।
নবনিযুক্ত কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন ব্যবসায়ী সংগঠনের সাথে মতবিনিময় করে রাজস্ব ফাঁকি রোধে নতুন নির্দেশনা জারি করেছেন।