যশোর অফিস : যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা ফাতেমা খাতুন (৩৬) নামে এক নারী কয়াদী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত ফাতেমা খাতুন যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ভাদু মিয়ার স্ত্রী ও সেকেন্দারের মেয়ে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, ফাতেমা ২০ আগস্ট ২০২৫ তারিখে ঝিনাইদহ কারাগার থেকে মাদক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এবং কারাগারে থাকা অবস্থায় খুলনা ও ঢাকায় চিকিৎসা দেওয়া হয়েছিল।
মঙ্গলবার সকাল ১১টায় তার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা একটা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।