যশোর অফিস: যশোর শহরের নওয়াপাড়া এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে খালেদ ফারহান দেশ (১৬) নামের এক কিশোর। ওই কিশোর নোয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের পুত্র। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মামার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে সে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারন অপমৃত্যু মামলা হয়েছে।