যশোর অফিস: যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে রিপা (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার করেছেন। ঘটনাটি ঘটে গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে স্বামীর বাড়িতে।
পরিবারের লোকজন তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর সকাল ১১টা ২০ মিনিটে তিনি মারা যান।
মৃত রিপা স্থানীয় শাহীনের স্ত্রী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে।