প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৫:২৮ পি.এম
যশোরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার
যশোর অফিস : যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৬৬ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) এ অভিযানে মথুরাপুর পশ্চিমপাড়ার সুমি খাতুন (৩৮) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত নজরুল ইসলামের কন্যা ও রফিকুল ইসলামের স্ত্রী। তবে সুমির স্বামী রফিকুল ইসলাম (৪১) পলাতক রয়েছেন।
অভিযানে জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬৬ হাজার ৪৮০ টাকা।
ঘটনার পর পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত