প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ৫:০৩ পি.এম
চোরাই ইজিবাইকসহ দুইজনকে আটক
যশোর অফিস: ফরিদপুর কোতয়ালি থানার একটি মামলা তদন্ত করতে গিয়ে চোরাই ইজিবাইকসহ দুইজনকে আটক করেছে যশোর কোতয়ালি থানা পুলিশ।
এরা হলো, যশোরের নতুন খয়েরতলা পালবাড়ির মোড়ের মৃত বদর উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৫৪) এবং সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আনোয়ার হোসেন (৪০)।
কোতয়ালি থানার এসআই নকিব ইকবাল হোসেন জানিয়েছেন, গত ৭ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে ফরিদপুর কোতয়ালি থানায় দায়েরকরা একটি চুরি মামলার তদন্তাকারী কর্মকর্তা এসআই আবুল বাশার মোল্লাকে নিয়ে পালবাড়ির মোড়ের একটি ক্লিনিকের পাশে অভিযান চালানো হয়। সে সময় আগে থেকে আটক আনোয়ার হোসেনের দেখানো মতে একটি চোরাই ইজিবাইকসহ আক্তার হোসেনকে আটক করা হয়। এছাড়া বিভিন্ন প্রকার ব্যাটারি, চার্জার জব্দ করাহয়। ওই ইজিবাইক চোরাই বলে আক্তার হোসেন স্বীকার করে। ফরিদপুর কোতয়ালি থানায় দায়ের করা চুরি মামলায় তাকে আটক করে ফরিদপুরে নেয়া হয়। কিন্তু যশোরে এই ঘটনায় একটি মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত