বেনাপোল প্রতিনিধি :ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে দণ্ড ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তিন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ভারত। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার কলকাতা বাগদা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে কলকাতা সেন্ট্রাল কারাগারে এক বছর পাঁচ মাস কারাভোগ করেন। দেশে ফেরত আসা তিনজন হলেন— মলি বেগম (৩৬), পিতা খোরশেদ আলম, গ্রাম পশ্চিম লক্ষ্মীপুর, থানা লক্ষ্মীপুর সদর, জেলা লক্ষ্মীপুর; মো. ইউসুফ আলী (৪৩), পিতা আব্দুল আজিজ, একই এলাকার বাসিন্দা এবং রোনা বেগম (৩২), পিতা ইউসুফ আলী, গ্রাম আলিনগর আমিন জুটমিল, থানা বাইজিদ, জেলা চট্টগ্রাম।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দালালের সহায়তায় তারা ২০২১ সালের ২১ মার্চ রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৩০ এপ্রিল ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে সাজা ভোগ করেন।
আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করে। পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের বেসরকারি সংস্থার মাধ্যমে তাদের নিজ পরিবারের কাছে ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।