আজ সকাল ১১ঘটিকায় বিল হরিনা বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আয়োজনে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অবসর প্রাপ্ত অধ্যাপক মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এবং বিল হরিনা বাঁচাও আন্দোলন এর আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন এর সঞ্চালনায় ঠিক আছে অনুষ্ঠিত হয়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর কবির, সাধারণ সম্পাদক বাপা কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাকির হোসেন,বাপা কোষাধক্ষ, কেন্দ্রীয় কমিটি, জনাব আমিনুর রসুল,যুগ্ম সাধারণ সম্পাদক,বাপা কেন্দ্রীয় কমিটি।
প্রধান আলোচক হিসেবে ছিলেন খন্দকার আজিজুল হক মনি,সদস্য বাপা কেন্দ্রীয় কমিটি ও আহবায়ক যশোর অঞ্চল, বিশেষ আলোচক হিসাবে ছিলেন অধ্যাপক আবু সাঈদ মোঃ আতিকুর রহমান,সদস্য সচিব, বাপা যশোর অঞ্চল
আরও বক্তব্য প্রদান করেন বিল হরিনা বাঁচাও আন্দোলনের ভাতুড়িয়া আনঞ্চিক কমিটির সদস্য সচিব মাসুদুজ জামান টিটো, অধ্যক্ষ পাভেল চৌধুরী, অধ্যপক গোপিকান্ত সরকার, অধ্যাপিকা ফিরোজা বুলবুর কলি,ডাঃ আহসান হাবিব,জনাব মসিযার রহমান,সমাজ সেবক মোঃ রেজাউল করিম,ইউপি সদস্য মোঃ শফিযার রহমান,সমাজ সেবক মোঃ মোজাহার হোসেন নল্লা,প্রমূখ।