নিজস্ব প্রতিবেদক,চৌগাছা: চৌগাছা (যশোর):যশোরের চৌগাছা উপজেলায় যশোরঃ ২চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ডা:মসলেহ উদ্দিন ফরিদ নিজস্ব আর্থায়নে উন্নয়ন কাজের চকম দেখাচ্ছেন।একই দিনে তিনি চৌগাছা য় মেডিকেল ক্যাম্প,রাস্তা সংস্কার মশক নিধনসহ ৩টি কাজের উদ্বাধন করেছেন।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প,সকাল ১১টায় উপজেলার পাতিবিলা ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচী এবং দুপুর ১টায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের স্বরুপদাহের একটি ভাঙ্গা রোডের সংস্কার কাজ উদ্বোধন করেছেন এমপি প্রার্থী ডা:মসলে উদ্দীন ফরিদ।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামা য়াতের আমীর মাওগোলাম মোরশেদ, উপজেলা নায়েবে আমীর মাও নুরুল ইসলাম,সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাও মোঃ নুরুজ্জামান ,সহ কারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ,সহকারী সেক্রেটারি মাও: গিয়াস উদ্দিন,পৌর আমীর মাও আব্দুল খালেক,পৌর জামায়াত নেতা ইউসুফ আলী,পাতিবিলা ইউপি জামায়াত নেতা মিজানুর রহমান সহ স্থানীয় সাংবাদিক,জনপ্রতিনিধিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।