প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৪:৫৮ পি.এম
যশোরে কেশবপুর আসনের সীমানা বহাল রাখার দাবিতে বিএনপি ও বণিক সোসাইটির স্মারকলিপি
যশোর অফিস : যশোর জেলার কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং কেশবপুর বাজার বণিক সোসাইটির উদ্যোগে সংসদীয় আসন নং-৯০, যশোর-০৬ (কেশবপুর) আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে যশোর জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে প্রায় সাড়ে তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আলাউদ্দিন আলা ও মো. আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ও হুমায়ুন কবির সুমন, দপ্তর সম্পাদক ফারুক খান, পৌর বিএনপি সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আজিজুর রহমান, কেশবপুর বাজার বণিক সোসাইটির সভাপতি মো. মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বিশ্বাস প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৯ মে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করে আসন নং-৯০ পুনর্গঠনের প্রস্তাব দেন। তার দাবিতে অভয়নগর উপজেলা, মনিরামপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও কেশবপুর উপজেলার তিনটি ইউনিয়ন মিলিয়ে নতুন সীমানা গঠনের কথা বলা হয়। এর বিপরীতে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং কেশবপুর বাজার বণিক সোসাইটি বর্তমান সীমানা বহাল রাখার পক্ষে স্মারকলিপি দিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত