প্রেসক্লাব যশোরের প্রবীণ সদস্য, বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা জনাব রুকুনউদ্দৌলাহ্ আজ রাত সাড়ে ৭টায় যশোর জেনারেল হাসপাতালের সিসিইউতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্তমানে তাঁর মরদেহ খালদার রোডের নিজ বাড়িতে রাখা হয়েছে।
প্রয়াত রুকুনউদ্দৌলাহ্'র প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ আগামীকাল শনিবার ২৩ আগস্ট বেলা ১২ টায় প্রেসক্লাব যশোরে আনা হবে।
এরপর বেলা ১টায় নেয়া হবে ঈদগাহ্ ময়দানে। সেখানে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান শেষে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে যশোর কারবালা গোরস্তানে প্রয়াতের দাফন সম্পন্ন হবে।
এ সকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আপনাদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি।