প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৬:১৩ পি.এম
যশোরে চাকুসহ পুলিশের হাতে এক যুবক আটক
যশোর অফিস :যশোরে চাকুসহ খালেদ মাহমুদ (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে লোকজন। খালেদ মাহমুদ শহরের পালবাড়ি সিঙ্গার শোরুমের পেছনের মোহাম্মদ মোস্তফার ছেলে।
কোতয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানিয়েছেন, বুধবার দুপুরে পালবাড়ি ভাষ্কর্যের মোড়ের পেছনে মামুন সুলতানের দোকানের সামনে লোকজন চাকুসহ এক যুবককে আটক করে রেখেছে। সংবাদ পেয়ে তিনি সেখানে যান এবং খালেদ মাহমুদকে হেফাজতে নেন। পরে তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত