যশোর অফিস : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ মো. সামাউল হোসেন (৫৫) নামে এক মাদক কারবারিকে মঙ্গলবার বিকেলে শহরের পালবাড়ী রয়েল মোড় এলাকায় অভিযানে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সামাউল হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়ী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।