প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৬:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:২২ পি.এম
যশোরে চাঁদাবাজি মামলায় ‘হৃদয় গ্রুপ’-এর চার কিশোর গ্যাঙের সদস্য গ্রেফতার
যশোর অফিস : যশোর শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকা থেকে যশোরের ডিবি পুলিশ চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাঙের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। তারা ‘হৃদয় গ্রুপের’সদস্য বলে যশোরের ডিবি পুলিশ জানিয়েছে।
রোববার রাত সাড়ে ১১ টার দিকে যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার (৩ আগস্ট) গভীর রাতে যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার পিটিআই স্কুলের সামনে চাঁদা দাবি করার সময় তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে এসআই কামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে কাজীপাড়া, কাঠালতলা, শংকরপুর ও ষষ্ঠীতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি নির্মাণাধীন একটি ভবন থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকার মৃত হাফিজুল ইসলাম ওরফে মরার ছেলে হৃদয় ইসলাম (১৯), জাহাঙ্গীর আলমের ছেলে মনিরুল ইসলাম সাগর (২১), শেখ টুটুলের ছেলে শেখ সিফাত হোসেন (২০) ও ও জয়নালের ছেলে ইরফান হোসেন ওরফে রাজ (১৪)।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত