প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৩:৩৭ পি.এম
যশোর হাসপাতালে ছেলেকে দেখতে এসে বাবার মৃত্যু
যশোর প্রতিনিধি :যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে দেখতে এসে এক বাবার মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি মো.আব্দার হোসেন (৬৫),তিনি যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাকাপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, তার ছেলে মো. ছাত্তার হোসেন (৩২) হঠাৎ মুখ দিয়ে রক্ত ওঠায় ১ আগস্ট তাকে যশোর জেনারেল হাসপাতালের ৪র্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
পরদিন আজ ২ আগস্ট দুপুর ১টার দিকে মো. আব্দার হোসেন ছেলেকে দেখতে হাসপাতালে আসেন। ছেলেকে দেখে নিচতলার লেবার ওয়ার্ডের সামনে বেঞ্চে বসে ছিলেন। সেসময় হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান।
সাথে থাকা তার বিয়াই মো. নজরুল ইসলাম দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, আব্দার হোসেন আগে থেকে উচ্চ রক্তচাপ ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত