প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৩:১১ পি.এম
যশোরে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে হাতেনাতে ধরা পড়লেন বিএনপি নেতা হারুন, পুলিশের হাতে আটক
যশোর অফিস : যশোরে বিএনপি নেতা হারুন শেখকে আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শাঁখারীগাতি গ্রামের মৃত ইসহাক শেখের ছেলে। এবং ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাঁখারীগাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী ঘটিত অভিযোগ আছে। তাকে আটক করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ১৫১ ধারায় আটক দেখানো হয়েছে। পরে আরো তদন্ত করে তার বিরুদ্ধে মামলা হতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত