প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৩:০০ পি.এম
যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন আটক
যশোর অফিস :মনিরামপুর থানার পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত প্রায় বারোটার দিকে মনিরামপুর পৌরসভার গরুর হাটখোলা মোড়ের “রজনী নিবাস হোটেল”-এর একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে আলম খান (৪৮), শামীমুর রহমান টুটুল (৪৩), সাইফুল ইসলাম (৫০) ও আবু সিনহা (৪৫)। তারা যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা। অভিযানে একটি পিস্তলসদৃশ লাইটার,একটি চাকু ও হোটেলের এন্ট্রি রেজিস্টার উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত