প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৩:১৩ পি.এম
বাঘারপাড়ায় ৩০০ গ্রাম গাঁজাসহ এক যুবক আটক
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে খাজুরা পুলিশ বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে এ অভিযান চালায।
আটক ব্যক্তির নাম সজিব কুমার(২৫)। তিনি বাঘারপাড়ার সেকেন্দারপুর গ্রামের শংকর কুমারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবাবকে হাতে-নাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
খাজুরা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই পিন্টু বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, সজিব কুমার দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি রনজিৎ রায়ের ছেলে উপজেলা যুবলীগের সভাপতি রাজিব রায়ের ছত্রছায়ায় সবিজ কুমার বিভিন্ন মাদক ব্যবসা শুরু করে। পুলিশি অভিযানে তাকে আটক করায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত