ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মোছাঃ শারমিন (২৫) নামের এক গৃহবধূ হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, শারমিনের স্বামী বাবু হোসেন মালয়েশিয়ায় প্রবাসে রয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন শারমিন। পরে তার পিতা মো. আব্দুল কাদের তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন।
সেই রাতেই পরিবারের অজান্তে শারমিন বিষাক্ত তরল হারপিক পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভোর ৫টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে তিনি মারা যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত, মরদেহটি যশোর সদর হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।