প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৪:৩২ পি.এম
যশোর ফতেপুর রাজাপুরে দম্পতিকে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকার লুট থানায় মামলা
যশোর অফিস : যশোর সদর উপজেলার ফতেপুর রাজাপুর গ্রামে মধ্যরাতে বাড়িতে ঢুকে এক দম্পতিকে জিম্মি করে নগদ টাকা ও সোনার অলংকার লুট করে নেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের জেহের আলী মোল্লার ছেলে তুহিন ইসলামের দায়ের করা অভিযোগটি কোতয়ালি থানা পুলিশ ছিনতাইয়ের অভিযোগে মামলাটি রেকর্ড করেছে। আসামি করা হয়েছে অজ্ঞাত ৩জনকে।
এজাহারে তুহিন উল্লেখ করেছেন, ২৫ জুলাই রাত ১১টার দিকে রাতে খাওয়ার শেষে সকলে ঘুমিয়ে পড়ে। দিবাগত রাত ৩টার দিকে ক্লবসিবল গেট খোলার সংবাদ শুনে ছোট ভাইয়ের স্ত্রী শান্তা বেগম ঘুম থেকে উঠেন। সাথে সাথে তিনজন মুখোশধারী ছিনতাইকারী তাদের ঘরে ঢোকে এবং অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের কাছ থেকে নগদ ৫শ টাকা ও দুই লাখ ১২ হাজার ৫শ টাকা মূল্যের সোনার গহনা নিয়ে চলে যায়। পরে তারা চলে গেলে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত