প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৪:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৪:২০ পি.এম
যশোরে নকল লোগো দিয়ে এলপিজি বিক্রি,করিম পেট্রোলিয়ামকে জরিমানা
যশোর অফিস : নকল লোগো ব্যবহার করে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার রিফিল ও বিক্রির দায়ে যশোরের করিম পেট্রোলিয়ামকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের কারবালা রোডে করিম পেট্রোলিয়ামের বাড়ি সংলগ্ন গোডাউনে এ অভিযান চালানো হয়। অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, করিম গ্রুপের পরিচালক এরশাদুল করিমের ছেলে ইসরাক করিম বাসার ভেতরে গোডাউনে গাড়িতে ব্যবহৃত তরল এলপিজি অবৈধভাবে গৃহস্থালী সিলিন্ডারে রিফিল করতেন। এরপর নাভানা, বসুন্ধরা, বেঙ্গল-দুবাইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নকল লোগো লাগিয়ে সেগুলো বাজারে বিক্রি করতেন।
অভিযানে ১৮টি নকল লোগো লাগানো এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৫০ ধারায় ইসরাক করিমকে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এ সময় নাভানার যশোর পরিবেশক আরমান আলী টুটুল বলেন,বাজারে ৩৩ কেজির সিলিন্ডারের সরবরাহ না থাকলেও ব্যবহারের প্রমাণ মেলায় সন্দেহ হয়। অনুসন্ধানে করিম পেট্রোলিয়ামের গোডাউনে নকল ও ঝুঁকিপূর্ণ রিফিল কার্যক্রমের তথ্য মেলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত