প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৩:২৬ পি.এম
যশোরে আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রীম স্কুল অন্ড কলেজে ১৫০ শিক্ষার্থী পেল নতুন স্কুল ড্রেজ
যশোর অফিস : যশোরের কচুয়া ইউনিয়নের রায়মানিকে আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রীম স্কুল অন্ড কলেজে ১৫০ শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেজ পেয়েছে। উপহার হিসেবে স্কুল ড্রেজ বিতরণ করা হয়েছে। শনিবার মতিজান নেছা শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে স্কুল ড্রেজ দেওয়া হয়।
এলজিইডি প্রধান কার্যালয়ের সুপারিয়েনটেনডেন্ট ইঞ্জিনিয়ার গোলাম ইয়ামদানী সাগর শিক্ষার্থীদের উপহার তুলে দেন। মতিজান নেছা শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সম্পাদক এ এস এম জিল্লুর রশিদের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন এলজিইডি সুপারিয়েনটেনডেন্ট ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বিন্দু, স্বাস্থ বিভাগের সুপারিয়েনটেনডেন্ট ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সোহেল হোসেন ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিমুল হোসেন।
এ সময় স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ১৫০ জন শিক্ষার্থীর পাশাপাশি রায়মানিক হাফিজিয়া মাদ্রাসার ২০ শিক্ষার্থীকেও নতুন ড্রেজ দেয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত