যশোর অফিস: ‘প্রতিটি মা তার সন্তানের প্রথম শিক্ষক’—এই প্রতিপাদ্যে যশোর সদর উপজেলার এফ এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আড়ম্বর পরিবেশে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুন্সী মোহাম্মদ সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত জাহান ঝরনা, সহকারী শিক্ষক মো. মাজিদ বক্স, মোছা. রুমানা খাতুন, রাবেয়া সুলতানা, শারমিন আক্তার, মো. মোশারফ হোসেন জুয়েল ও ফারজানা হক। এবং দপ্তরি কাম অফিস সহকারি মো. মাসুদুর রহমান।
আলোচনা পর্বে বক্তারা বলেন, শিশুদের মানসিক ও শিক্ষাগত বিকাশে পরিবার, বিশেষ করে মায়ের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের পাঠদানে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের উপর জোর দেওয়া হয়।
এছাড়াও, শিক্ষার্থীদের শিখন অবস্থা নির্ধারণ, সংশোধিত পাঠ পরিকল্পনার বাস্তবায়ন, উপবৃত্তি কার্যক্রম, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
সমাবেশে প্রায় দুই শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। তারা স্কুলের বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।