মোঃ ছোবাহান হাওলাদার বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়িত পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (SEDIP) প্রকল্পের অধীনে মোট ২৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, ভোলা–এর আয়োজনে এবং এসইডিপি প্রকল্পের অর্থায়নে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১১ জন শিক্ষার্থীকে প্রতি জন ২৫,০০০ টাকা করে প্রদান করা হয়েছে।
একইভাবে ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১৮ জন শিক্ষার্থীকে প্রতি জন ১০,০০০ টাকা করে প্রদান করা হয়েছে।
মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মনোনীত এই শিক্ষার্থীরা পুরস্কার পেয়েছেন।
প্রধান অতিথি মোঃ রায়হান-উজ্জামান বলেন,
দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে সবার আগে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। গুণগত শিক্ষা নিশ্চিত হলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আসবে। গুণগত শিক্ষাই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে, উৎপাদনশীল, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, একাডেমিক সুপারভাইজার আয়েশা ছিদ্দিকা। বক্তব্য রাখেন হাকিমুদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আল আমিন, হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকারিয়া আজম,
বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান,
এছাড়া বক্তব্য দেন কৃতি শিক্ষার্থী নাজমুন নাহার নিশাত, আমিনুল ইসলাম সাকিল এবং মোঃ রায়হান।
এ সময় পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মনোনীত শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাসের ঝড় বইছে।