প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৩:৫৬ পি.এম
যশোর অফিস : যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের হিন্দু পাড়ায় গত ২১ জুলাই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কার (৫৮) নামে এক মুরগী ব্যবসায়ীকে হত্যার আটক দম্পতির বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের ছেলে রকি কবিরাজ (৩৯) মামলাটি করেছেন। আসামিরা হলেন,ওই গ্রামের নির্মল কুমার সরকার (৪৭) এবং তার স্ত্রী সরস্বতী সরকার (৪০)।
রকি এ জাহারে উল্লেখ করেছেন, তার পিতা আবু বক্কার রং মিস্ত্রি।পাশাপাশি পোল্ট্রি মুরগী লালন পালন করে তা বিক্রি করতেন। গত মে মাসের মাঝামাঝিতে তিনটি মুরগী ৯শ টাকায় বাকি নেন নির্মল কুমার। কিন্তু ওই টাকা চাইতে গেলে আসামিরা নানা তালবাহানা করে। বিষয়টি অনেকের কাছে তার পিতা জানিয়েছিলেন। কিন্তু কোন প্রতিকার পাননি। গত ২২ জুলাই বেলা ১২টার দিকে তার পিতা আসামি নির্মলের বাড়তি যান। পাওনা নয়শ টাকা চাইলে তার সাথে কাববিতন্ডা বাঁধে। এক পর্যায়ে নির্মল একটি বাঁশ দিয়ে তার পিতার মাথায় আঘাত করে। সাথে সাথে তিনি মাটিতে পড়ে যান। সে সময় নির্মলের স্ত্রী সরস্বতী এগিয়ে এসে তার পিতার হাতে ও শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে দেয়। তখন চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ছেড়ে দেয়। আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত