প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৪:১৫ পি.এম
যশোর টার্মিনালে ছিনতাইয়ের চেষ্টায় যুবক আটক
যশোর অফিস : যশোরের শংকরপুর বাস টার্মিনালে হেলপারকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের সময় মোহাম্মদ আলী নামে এক যুবককে চাকুসহ আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তার দুই সঙ্গী অনিক ও সুজন পালিয়ে যায়।
ভুক্তভোগী বাসচালক ইমরান হোসেন কোতোয়ালি থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। অভিযোগে বলা হয়, আসামিরা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। মঙ্গলবার দুপুরে তারা হেলপার রাকিবকে ডেকে নিয়ে গিয়ে জিম্মি করে তার কাছে থাকা ২৭০০ টাকা ছিনিয়ে নেয় এবং ছুরিকাঘাত করে জখম করে।
ঘটনার সময় স্থানীয়দের সহযোগিতায় মোহাম্মদ আলীকে আটক করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সবুর জানান, মূল আসামি পুলিশের হেফাজতে রয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত