প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ১২:৫৮ পি.এম
ন্যাশনাল কনফারেন্স কার্নিভালের সমাপ্তি যবিপ্রবিতে, ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সেমিনার ও কর্মশালা
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে “ডিজিটাল রূপান্তর ও কর্মসংস্থান: আগামীর নেতৃত্বের জন্য দক্ষতার ঘাটতি দূরীকরণ” শীর্ষক জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে পর্দা নামলো যবিপ্রবির দুই মাসব্যাপী ন্যাশনাল কনফারেন্স কার্নিভালের।
২৩ জুলাই (বুধবার) সকালে যবিপ্রবির কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের গ্যালারীতে এ সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, “ডিজিটাল দক্ষতা ছাড়া আগামীর কর্মসংস্থান কঠিন হবে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিশ্বমানে গড়ে তুলতে সহায়ক।”
প্রধান বক্তা ছিলেন ঢাবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম। প্রশিক্ষক ছিলেন বিপো সার্ভিস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সাদ্দাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. কামাল হোসেন। সেমিনার কনভেনর ও বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আওয়াল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী মুনা আমিন ও সায়েদা ইফরাত জাহান তিথি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত