যশোর অফিস: ‘ইউডিএফ’ প্রকল্পের আওতায় যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর ও সুলতানপুর এলাকায় প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে জলাবদ্ধতা নিরসন হওয়ায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উপজেলা সূত্র জানায়, ৩৬ লাখ ১৮ হাজার ৮২৩ টাকা ব্যয়ে নির্মিত ড্রেন দুটি গ্রামের দেড় হাজারেরও বেশি মানুষের দুর্ভোগ লাঘব করেছে। ড্রেনের ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হওয়ায় চলাচলে আর সমস্যা হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা, সাবেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা এই উদ্যোগকে জনসেবার দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। ইউএনও জানান, আরও কয়েকটি এলাকায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেন নির্মাণ করা হবে।