সংবাদ সম্মেলন করতে সহযোগিতা করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন ট্রাস্ট ব্যাংকের কর্মরত মোঃ তারেক আহমেদ চৌধুরীর। গত ০৮/০৭/২৫ তারিখে সকাল ১০:০১,ঘটিকায় সাংবাদিকের মোবাইল ফোনে কল করে ও অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় ট্রাস্ট ব্যাংকের কর্মরত মোঃ তারেক আহমেদ চৌধুরীর। সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তার স্বার্থে প্রাণনাশের হুমকি দাতা ট্রাস্ট ব্যাংকের কর্মরত কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে যশোর কেশবপুর থানায় ২১ জুলাই ২০২৫ তারিখ অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায় প্রাণনাশের হুমকি দাতা তারেক আহমেদ চৌধুরী গোলাম রহমান চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি (১৬ নং ওয়ার্ডের)কাঠাল বাগান মহল্লায় অবস্থান করছেন ও স্থায়ী বাড়ি গোপালগঞ্জ জেলায়।
ঘটনার সূত্রপাত: খুলনার মিয়াবাগের জমিদার বাড়ির মৃত ইসমাইল হোসেনের ছেলে মিয়া বাবর হোসেন (৭৩) কে তার ভায়ের জামাই তারেক আহম্মেদ চৌধুরী মিয়া বাবর হোসেনকে অপমান অপদস্ত করে জোরপূর্বক বাড়ি থেকে মেরে ঘাড় ধাক্কা দিয়ে জমিদার বাড়ি থেকে বের করে দেয়। এবং মিয়া বাবর হোসেনর ঘরে তালা ঝুলিয়ে দখল করে রাখে। নিরুপায় হয়ে মিয়া বাবর হোসেন খুলনা সোনাডাঙা থানায় মামলা দায়ের করেন। মিয়া বাবর হোসেন শারীরিকভাবে গুরুতর অসুস্থতা থাকার কারণে তার নিকটতম আত্মীয় সাংবাদিক হাবিবুর রহমানের কাছে সহযোগিতা চাইলে তিনি তাকে অসুস্থতার সহায়তা করেন ও মিয়া বাবর হোসেনর সুবিচার পাওয়ার জন্যে পরামর্শ দেন খুলনা প্রেসক্লাবে সংবাদ সংবাদ সম্মেলন করতে। এবং তিনি সহযোগিতা করেন। বিষয়টি তারেক আহমেদ চৌধুরী জানতে পারলে ০১৭০৯-৬৪৭৮৯৩ নাম্বার দিয়ে সাংবাদিকের মোবাইল ফোনে ০৮/০৭/২৫ তারিখে সকাল ১০:০১ মিনিটে ফোন দিয়ে সাংবাদিক এবং সাংবাদিক ও তার পরিবারকে হত্যা করবে বলে অভিযোগে উল্লেখ করছেন।
সাংবাদিক হাবিবুর রহমানের ফোনে অটো কল রেকর্ড চালু থাকায় হুমকি দেওয়া কলটি রেকর্ড হয়। তথ্য সংগ্রহ করার সময় প্রাণনাসের হুমকি দেওয়া কল রেকর্ডটি আমাদের কাছে সংগ্রহীত আছে। সাংবাদিক হাবিবুর রহমানের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান লজিং মাষ্টার হিসেবে জমিদার বাড়ি প্রবেশ করে জমিদার বাড়ির মেয়েকে ফুসলিয়ে বিয়ে করে তারেক, সে পর সম্পদ লোভি, মাদক সেবি ও সন্ত্রাসী প্রকৃতির লোক সে খুলনার জমিদার বাড়ির মিয়া বাবর হোসেন নিঃসন্তান হওয়ায় তার সম্পত্তি দখল করার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করছে, মিয়া বাবর হোসেন অসুস্থ থাকায় আমার কাছে সংবাদ সম্মেলন করার জন্য সহোযোগিতা চাইলে আমি খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি করে দেই এতটুকু মাএ।
এর সম্পর্কে খুলনাতে খোঁজ খবর নিয়ে জানা যাই চলচ্চিত্র জগতের স্বনামধন্য "নায়িকা পপি" তার চাচাদের ভাগের ২ অংশ ক্রয় করে তাতেও আপত্তি এই তারেক, দীর্ঘদিন ধরে নায়িকা পপিকেও তার জায়গায় স্থাপনা করতে দিবে না এ মর্মে আদালতে মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন জানান অভিযোগটি আমলে নেওয়া হয়েছে তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।