নিজেস্ব প্রতিনিধি: যশোর রেলস্টেশনের জিআরপি ফাঁড়িতে এক ব্যক্তিকে আটক রেখে জোরপূর্বক চার হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে রেলওয়ের গোয়েন্দা শাখার (আরএসবি) কনস্টেবল রাজিব হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে খুলনায় ক্লোজড করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) দুপুরে। অভিযোগকারী রাশেদ বিশ্বাস যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, রাজিব তাকে রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে আটক করে ফাঁড়িতে নিয়ে যান এবং মাদক ব্যবসার অভিযোগে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চার হাজার টাকা আদায় করেন।
পরবর্তীতে এই খবর রাজিবের পরিচিত কয়েকজনের কাছে পৌঁছালে তারা চাঁচড়া রায়পাড়া থেকে ফাঁড়িতে গিয়ে রাজিবকে মারধর করে। ঘটনার খবর পেয়ে রাশেদ বিশ্বাস খুলনার আরএসবি ইনচার্জ এসআই আব্দুল আওয়ালের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কনস্টেবল রাজিবকে ক্লোজড করা হয়।
ঘটনার বিষয়ে জিআরপি যশোর ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, ঘটনাটি রেলস্টেশনের প্ল্যাটফর্মে ঘটেছে, ফাঁড়ির ভেতরে নয়। অভিযুক্ত কনস্টেবল রাজিবের বিরুদ্ধে আগেও অনিয়মের অভিযোগ ছিল। তিনি আরও জানান, ভুক্তভোগীর টাকা ফেরত দেওয়া হয়েছে।