প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৩:৩৭ পি.এম
যশোরে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক চালকসহ তিনজন গুরুতর আহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার চৌগাছা রোডে ইজিবাইক ও মাটি কাটার ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে চুড়ামনকাটি বাজারের রেলক্রসিং পার হওয়ার পর চৌগাছা রোডের একটি স্থানে।
আহতরা হচ্ছেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শফিকুল ইসলাম এর স্ত্রী জুলেখা (৬৫), দাউদ আলীর স্ত্রী শাহিনুর (৪০) ও সিদ্দিকুর রহমানের ছেলে এবং জয়নাল (৩০)।
স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি মাটি পরিবহনের ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। পরে সেনানিবাস ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত