প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৫:০৮ পি.এম
যবিপ্রবিতে সিডিএম কনফারেন্সে ওরাল-পোস্টার প্রেজেন্টেশন ও পুরস্কার বিতরণ
যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের উদ্যোগে আয়োজিত কনফারেন্সে শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্সের আহ্বায়ক ও সিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ মাহফুজুর রহমান। এতে যবিপ্রবিসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
কনফারেন্স শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। ধন্যবাদ জ্ঞাপন ও স্মৃতিচারণমূলক আলোকচিত্র ধারণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভিদ আনজুম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত