যশোর অফিস :যশোর জেলা যুবলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদুর রহমান লাবুকে আটক করেছে পুলিশ। তিনি শহরের পুরাতন কসবার মৃত শহিদ শেখ আবু তালেবের ছেলে। বুধবার সকাল দশটার দিকে ডিবির সহযোগিতায় কোতয়ালী থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, লাবু আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে মাঠে ছিলেন তিনি। এছাড়া বর্তমানে তিনি অস্থীতিশীল পরিবেশ তৈরী করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন,২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৫টার দিকে লালদিঘীর পশ্চিম পাড়ে জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। ওই হামলার সাথে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়। তাকে ওই মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।