আবহাওয়া অফিস : গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক রেকর্ডকৃত উল্লেখযোগ্য বৃষ্টিপাত, সর্বোচ্চ যশোর- ১৪৩ মিলিমিটার, চুয়াডাঙ্গা- ১০১ মিলিমিটারর, হনপুর, গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)- ৮১ মিলিমিটার, রাজশাহী- ৮০ মিলিমিটার,কুমারখালী(কুষ্টিয়া)- ৭৭ মিলিমিটার, হাতিয়া(নোয়াখালী)- ৭৬ মিলিমিটার , কুষ্টিয়া- ৬৯ মিলিমিটার, সাতক্ষীরা- ৬৩ মিলিমিটার, পাবনা- ৫৮ মিলিমিটার,নওগাঁ- ৫৭ মিলিমিটার, কক্সবাজার- ৫২ মিলিমিটার,কয়রা(খুলনা)- ৫১ মিলিমিটার,নোয়াখালী- ৪৪ মিলিমিটার, চাঁপাইনবাবগঞ্জ- ৪১ মিলিমিটার,ভোলা- ৪০ মিলিমিটার।
সোর্স: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।