প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৫:৩৭ পি.এম
যশোরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু
যশোর অফিস : যশোরের মনিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়রে ধারালো অস্ত্রের আঘাতে আহত আব্দুল মান্নান (৫৭) মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত আব্দুল মান্নান মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামের এজাহার আলী মোড়লের ছেলে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, গত ১২ জুলাই দুপুর ২টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জেরে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি খাতুনের ওপর হামলা চালায় তার ছোট ভাই আব্দুল হান্নান (৪৫) ও হান্নানের ছেলে রহমতুল্লাহ (১৮)। তারা ঘরে ঢুকে চাইনিজ কুড়াল ও দা দিয়ে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় আব্দুল হান্নান ও তার ছেলে রাহমাতুল্লাহও আহত হয়েছিলেন। আহত ৪ জনকে স্থানীয়রা তাদের উদ্ধার করার পর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আব্দুল মান্নানের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১৪ জুলাই) ভোররাতে আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন।
মণিরামপুর থানার ওসি শেখ বাবলুর খান জানান, আব্দুল মান্নানের মৃত্যুর খবর শুনেছেন। এ ঘটনায় দায়ের করা মামলা হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হবে। এছাড়া অভিযুক্ত তিনজনকে ইতিপূর্বে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত