আবহাওয়া অফিস : খুলনা বরিশাল উপকূলে আঘাত হেনেছে লঘুচাপ। এর দূরবর্তী প্রভাবে দেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগে বৃষ্টি চলছিল। যা ক্রমান্বয়ে রংপুর বিভাগের কিছু অংশে প্রভাব বিস্তার করে রাজশাহী বিভাগের দিকে অগ্রসর হচ্ছে।
আজ শেষ রাত থেকে রাজশাহী বিভাগে বেশ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ।
আজকে দক্ষিণাঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চলে ও বৃষ্টি হতেপারে। বিশেষ করে রংপুর রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে।
ইতোমধ্যে এই ৩ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
আজকে কয়েকদফা বৃষ্টির সম্ভাবনা আছে।
ঢাকা বিভাগের জেলাগুলোতে ও আজকে থেমে থেমে কয়েকদফা বৃষ্টি হতেপারে।
এছাড়া সবচেয়ে বেশি বৃষ্টি হতেপারে খুলনা এবং বরিশাল বিভাগের জেলাগুলোতে।
Bangladesh weather observation team Ltd (©BWOT)