প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৩:৪২ পি.এম
 যশোর সিটি কলেজে কুরআন  অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ 
  
         
  
        
    
    প্রেস বিজ্ঞপ্তি
যশোর সরকারি সিটি কলেজে কুরআন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টায় কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর সভাপতি মোঃ আহমেদ ইব্রাহিম শামীম। বিশেষ অতিথি ছিলেন শহর অফিস ও দাওয়াহ সম্পাদক মোঃ খালিদ সাইফুল্লাহ। সভাপতিত্ব করেন সংগঠনের সিটি কলেজ সভাপতি মোঃ আরাফাত ইসলাম। কলেজ সেক্রেটারি মোঃ আমির হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বর্তমানে আমরা কুরআনের সাথে সম্পর্ক কমিয়ে ফেলায় আমাদের সমাজ ও নৈতিকতা ধ্বংসের দ্বারপ্রান্তে। আমাদের সমাজকে বাঁচাতে হলে কুরআনের দিকে ফিরে যেতে হবে, কুরআনের আলোকে আমাদের জীবন গড়তে হবে।’
 
    
        
             © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত