যশোর প্রতিনিধি: যশোর শহরের ষষ্ঠিতলা এলাকায় দুর্বৃত্তদের হামলায় বিপুল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (১২ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
নিহত বিপুলের পিতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি শহরের বারান্দি পাড়া ঢাকা রোড এলাকার বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ অজ্ঞাতনামা কয়েকজন দুষ্কৃতিকারী ষষ্ঠিতলা এলাকায় বিপুলের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
পুলিশ জানায়, দুষ্কৃতিকারীদের শনাক্তে কাজ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।