নিজস্ব প্রতিবেদক,চৌগাছা: ইসলামি আনদোলন বাংলাদেশ চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলার পুরাতন ভাস্কর্যের মোড়ে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনি সুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলার সহ সভাপতি আসাদুজ্জামান খান সহ-সভাপতি আলহাজ্ব আলম হোসেন,,সেক্রেটারি জেনা রেল মুফতি শিহাবুদ্দিন,যুগ্ন সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সাংগঠ নিক সম্পাদক মুফতি হাবিবুর রহমান,অর্থ সম্পাদক আবু হাসান ও ইসলা মী যুব আন্দোলন উপজে লার সভা পতি ইউসুফ আমির পরাগ, ইসলামী ছাত্র আন্দোলন সভা পতি জিসান আহমাদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশপ বক্তারা চৌগাছা বাসিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৫৪ বছর পার হয়ে গেলেও কাঙ্খিত লক্ষ্য অর্জিত হয়নি, বিগত জুলাই অভ্যুত্থানেও হাজারো ছাত্র জনতা রক্ত দিয়ে ছে এ দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষা করার জন্য আমরা লক্ষ্য করছি বিগত দিন গুলির মতো আবারও একটি দল সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি গুম খুন লিপ্ত রয়ে ছে। ব্যবসায়ী মোহাম্মদ সোহাগের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান। আলোচনা শেষে চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন তারা।