হাবিবুর রহমান : যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আজ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্রদের মাঝে কমিটিতে অন্তর্ভুক্তির আগ্রহে ব্যাপক সাড়া দেখা যায়। ফরম বিতরণের মাধ্যমে ছাত্রদলের সংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্রদলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “পলিটেকনিক শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক চেতনায় শিক্ষাঙ্গনে নেতৃত্ব গঠনের লক্ষ্যে ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ফরম বিতরণ কার্যক্রম তারই একটি অংশ।”
নেতৃবৃন্দ আরও জানান, ফরম জমাদান ও যাচাই-বাছাই শেষে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে একটি যোগ্য, কর্মঠ ও আদর্শবাদী ছাত্রদল কমিটি গঠন করা হবে।