বিএম শামসুর রহমান (জসিম) নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে নৌ শ্রমিকের নিরাপত্তা ও নদীর নাব্যতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই রবিবার বিকাল ৪.৩০ টায় নওয়াপাড়া ইনস্টিটিউট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: হৃদয় ফারাজী'র সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া নৌ বন্দরের টার্মিনাল কর্মকর্তা রাজু আহমেদ, প্রধান বক্তা ছিলেন সংগঠনের নওয়াপাড়া শাখার উপদেষ্টা মোস্তফা কামাল রানা, বিশেষ অতিথি ছিলেন
মোঃ নুরুল ইসলাম বাবুল সভাপতি ও সাধারণ সম্পাদক মো: ইউনুস আকুঞ্জি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওয়াপাড়া শাখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওয়াপাড়া শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান। সংগঠনের সহ সভাপতি সুকানি রবিউল ইসলাম, সহ সম্পাদক সুকানি কবির হোসেন, সংগঠনের সদস্য সুকানী মোঃ নুরুল ইসলাম, সদস্য সুকানী আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নৌ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণসহ ভৈরব নদের নাব্যতা রক্ষার জন্য অভয়নগরবাসীকে আরও সচেতন হতে হবে। যেসকল ভূমি দস্যুরা নদ পাড়ে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে নদ দখলের প্রতিযোগিতায় নেমে নাব্যতার কৃত্রিম সংকট সৃষ্ঠি করে ধ্বংসের প্রতিযোগিতায় নেমেছেন তাদেরকে সর্বশক্তি দিয়ে রুখতে হবে নাহলে শিল্প শহর নওয়াপাড়াকে বাঁচানো যাবেনা, এ অঞ্চলের ব্যবসায়ীরাসহ সাধারণ শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়বে।