যশোর প্রতিবেদক: যশোরের বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশী পাসপোর্টসহ বোচারাম প্রমাণিক (৪৮) নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভার আটক হয়েছে।
সে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলের মাঠ এলাকার গোষ্ঠ পরামানিকের ছেলে।
বৃহস্পতিবার (৩ই জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভ্যাহিকেল টার্মিনালের প্রধান গেটে WB25 F 4310 নাম্বারের ভারতীয় ওই ট্রাক ড্রাইভারের ব্যাগে তল্লাশি করে এসব পাসপোর্ট জব্দ করে বেনাপোল বন্দরে আনসার সদস্যরা।
ভিডিও দেখতে এখানে, ক্লিক করুন
বেনাপোল আনসার ক্যাম্পের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, ভারতীয় এক ট্রাক ড্রাইভার বাংলাদেশী কিছু পাসপোর্ট নিয়া বন্দরের ভিতরে প্রবেশ করবে। এসময়ে আমি আমার আনসার সদস্যদের নিয়ে আগে থেকেই অবস্থান নেয় এবং বন্দরের কার্গ ভেহিকেল টার্মিনালে প্রধান দুইগেটে নিরাপত্তা জোরদার করি। কার্গো ভ্যাহিকেল টার্মিনালের প্রধান দুই গেটে প্রত্যেক ড্রাইভারের ব্যাগ তল্লাশি করি। রাত্র সাড়ে ৯ দিকে WB25 F 4310 নাম্বারের ট্রাকে ভারতীয় ড্রাইভার বোচারাম প্রমাণিকের ব্যাগে তল্লাশি করে সাইবেরিয়ার ভিসা লাগানো ২০টি পাসপোর্ট জব্দ করতে সক্ষম হই। এসব পাসপোর্টে জেলার বিভিন্ন এলাকার নাগরিকের নাম উল্লেখ রয়েছে। ধারণা করা হচ্ছে প্রতারণার ফাঁদে ফেলে এসব নাগরিকদের রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে নিয়ে ইউক্রেন যুদ্ধে টেলে দেয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।