অনলাইন নিউজ ডেস্ক : আগামী ছয় মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান , নৌবাহিনীর দায়িত্বের সময়কাল শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।
এছাড়া তিন মাসের মধ্যে মোংলা বন্দরে চীন দুটি টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে বলেও জানান উপদেষ্টা সাখওয়াত।
২০০৭ সাল থেকে আংশিক আর ২০১৫ সাল থেকে চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্বে পালন করছে সাইফটেক পাওয়ার। ৬ জুলাই যার মেয়াদ শেষ হচ্ছে। তাদের সাথে চুক্তির মেয়াদ বাড়ছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা।
তবে আগে থেকেই বন্দরের আরেকটি টার্মিনাল, চিটাগাং কনটেইনার টার্মিনাল -সিসিটি পরিচালনারও চুক্তি ছিলো সাইফ পাওয়ার টেকের সাথে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাখওয়াত হোসেন।
বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেবার বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশ বিক্রি করতে আসেনি।
এদিকে এনবিআরকে গতিশীল করা ও রাজস্ব বাড়াতে পাঁচ উপদেষ্টার সমন্বয়কে গঠিত কমিটি বুধবার সকালে বৈঠক করেছে। এই কমিটির সদস্য নৌ উপদেষ্টা নিজেও। তার কাছে সাংবাদিকরা জানতে চান প্রথম বৈঠকে আলোচনা ও চট্টগ্রামের কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্তের বিষয়ে। তিনি সেসব নিয়েও কথা বলেন।
সূত্র ৭১ টিভি