নিজস্ব প্রতিনিধি : সোমবার (৩০জুন) সকালে উপজেলা পরিষদ চত্তরে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহিদুল ইসলাম, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম মোল্লা, পল্লি উন্নয়ন অফিসার মাহমুদুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, তথ্য কর্মকর্তা রোকসানা সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও কৃষকরা উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন অবিযানে ৮০জন কৃষকদের মাঝে ৫টি করে আমের চারা, ১০০জন কৃষকের মাঝে লেবুর চারা ৪টি করে এবং জৈব সার বিতরণ করা হয়। অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০০জন ছাত্র-ছাত্রীদের মাঝে নিম, বেল, জাম ও কাঠালের চারা বিতরণ কর হয় ৬৪০০টি।